ঢাকা শহর

চোখ থাকতে অন্ধরে ভাই
হয়েছি ঢাকায় এসে
ঢাকায় দেখি ঢাকা কিছু নাই
সবকিছু যেন খোলা মাঠে।
দয়া-মায়া নাই মানুষের মাঝে
এখানে মানুষ ঠকিয়ে মানুষ বাঁচে
বোকারা সব হচ্ছে চালাক
ঢাকা শহরে এসে।
কারো বিপদে কেউ এগোয় না
বড় নিষ্ঠুর এই শহরে
চোখ যদি উপরে তুলে পথ চলো
নিশ্চিত পড়ে যাবে ম্যানহোলে।
বিচিত্র শহরে বিচিত্র পেশা
নেশা করে কেউ মাজারে
ভাল হয়েও কেউ পঙ্গু সেজে
ভিক্ষা করে পথের ধারে
জীবন বাঁচার তাগিদে,
কেউ করে ছিনতাই, কেউ করে চুরি
কেউ ফুলবাবু সেজে করে ফপর দালালী।
রাত দিন নাই ছুটতে সবাই
গাড়ীর চাকার মতো
এখানে অবসর নেই কারো,
চোখ কান দুটি খোলা রেখে সদাই
চলতে হয় যে পথে
নতুবা তুমি পড়ে যাবে সবার পিছে।
যে যতো র্ধূত তার ততো উন্নতি
লেখা আছে কপালে
সহজ-সরল হলে পড়ে
পড়বে গিয়ে ঠকের কাছে।

0 মন্তব্যসমূহ