মেয়েটি এবং ...

চার দেয়ালে বন্দি যে মেয়েটি আজ
বালিশে মূখ গুজে কাঁদছে
এবারের বসন্ত তাকে ছুঁয়ে যায়নি
গাছে ফুটে থাকা হলুদ ফুল গুলোও সে দেখেনি
শোনেনি পাখির কলতানও।
বসন্তে সে এবার হলুদ শাড়ী পরে
যায়নি টিএসসিতেও।।
ভালোবাসার এমন দিনে তার একটি
লাল টকটকে গোলাপ প্রাপ্য ছিল
সেটিও সে পায়নি।
অমাবশ্যার রাতের অন্ধকার নিস্তব্ধতার মতো
সে আজ চুপসে গেছে।
তার উচ্ছাস, চাওয়া পাওয়া গুলোকে যে
গিলে খেয়ে ফেলেছে কতগুলি হায়েনা।
অথচ এই গেল বছরই মেয়েটি
হলুদ শাড়ী পড়েছিল
খোঁপায় দিয়েছিল গুজে হলুদ গাদা ফুল
মিতালী করেছিল পাখিদের সাথে।
অথচ আজ…..
আজ তার কিছুই নেই
বাঁধ ভাঙ্গা উচ্ছাস নেই
পরনে হলুদ শাড়ী নেই,
খোঁপায় গোজা ফুল নেই
পাখির সাথে তার মিতালী নেই।
নেই! নেই! কিছুই নেই?
মেয়ে তুমি তো আছো
ইস্পাতের মতো সুদৃঢ় তোমার একটি মন আছে
তুমি উঠে দাঁড়াও।!
চার দেয়াল ভেঙ্গে তুমি বেরিয়ে আসো,
পাখির সাথে মিতালী করো,
বাঁধ ভাঙ্গা উচ্ছাসে নাচো।

0 মন্তব্যসমূহ