পথহীন পথে


এখন সমান্তরাল পথে চলি
ডাকতে ইচ্ছে হলে ডেকে নিও ঘরে
অষ্টপ্রহর যে পথে চলি আড়ালে আবডালে
সে পথও তোমার আছে চেনা, শুধু ধুধু মরুভূমি।
 
দুঃখচর পাড়ি দিতে রাতদিন ঠেলছে যারা উজান পথে
মাতাল স্রোতের টানে তারা আজও রয়েছে ভাটির দেশে
ছাদহীন ঘরে ডানা মেলেছি বহুবার উড়ে যাবো বলে।
 
আসলে এখন উদ্বাস্তু জীবন
খরস্রোতা নদীর মতন যাচ্ছি ভেসে পথহীন পথে।
 

 

0 মন্তব্যসমূহ