সভ্যতার দোহাই দিয়ে পথ চলা

শহুরে নাগরিক কাকের কর্কশ কণ্ঠে জীবনের খেই হারিয়ে ফেলেছে মাতাল ভোর
ওদিকে গুম করা দেহ ব্যবচ্ছেদ করে নিয়তির ফয়সালা দেখে সংক্ষুব্ধ সাদা-কালো মানুষ।
ফেলানীদের ভাগ্য চিরকালই কাঁটাতারে ঝুলে থাকে
অশুভ প্রতিদ্বন্দ্বিতা মেতে ওঠে ক্ষমতালিপ্সুর দল ।
পেটে ক্ষুধা অথচ ঠোঁটের ফাঁকে রঙিন স্বপ্নের ফানুস নিয়ে ঘুরে বেড়ানো
নষ্ট মেয়ের গল্প শুনে ভ্রুকুঞ্চিত করে হেঁটে যায় সভ্যতা,
ক্ষত পুঁজওয়ালা নেড়ী কুত্তাও একবার দেখে নেয় বাঁকা চোখে
ডাস্টবিনে ফেলে রাখা নাগরিক সুখ আশ্রিত রাতে সৌন্দর্য খোঁজে ।
সভ্যতার আঁধারে কত সহজে নিলাম হয়ে যায় অষ্টাদশীর সম্ভ্রম
মনস্তাপে ক্লিষ্ট হয়ে যায় তীর বিধা পাখী মতো
তারপরেও বেণী দুলিয়ে সাধু সাধু বলে সভ্যতার দোহাই দিয়ে আমরা পথ চলি।

0 মন্তব্যসমূহ