মাগো, তাঁদের কথা বল

মাগো, তাঁদের কথা বল
যাঁরা ৫২-র ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল
ঢাকা পথ হয়েছিল রক্তে রঞ্জিত
যাঁরা যুদ্ধ করে রক্ত দিয়ে
বাংলা ভাষা দিল এনে।
মাগো, তাঁদের কথা বল
ক্ষুদিরাম,প্রীতিলতা, সূর্যসেনের কথা
যাঁরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে
জীবন দিয়েছিল।
মাগো, তাঁদের কথা বল
শহীদ আসাদ, বরকত, জব্বারের কথা
মাগো, তাঁদের কথা বল
যাঁরা রক্তঝরা একাত্তুরে
জীবনের মায়া ছিন্নকরে
স্বাধীনতা আনতে গিয়ে
হানাদারের হাতে জীবন দিয়েছিল।
মাগো, তাঁদের কথা বল
সে সব মা-বোনদের কথা
যাঁরা নির্যাতিত হয়েছিল।
মাগো, তাঁদের কথা বল
সে সব বীরশ্রেষ্ঠদের কথা
যাঁরা স্বাধীনতার জন্য
বীরদর্পে প্রাণ দিয়েছিল
মাগো, এসব কথা আমায় বল।
(কবিতাটি আজ প্রায় আট-নয় বছর আগে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল)

0 মন্তব্যসমূহ