নেতা

নেতা গোছের মানুষ আমি
হনহনিয়ে রাস্তা চলি
সাঙ্গ-পাঙ্গসব থাকে পিছে
তেল মারে দিনে রাতে,
মানুষ আমায় সালাম করে
আষ্টহাত দূরে থেকে
কথা দিয়ে কথা রাখি না
প্রতিশ্রুতি যাই ভুলে।
পুলিশ আমায় সমীহ্ করে
যতোই মামলা থাক থানাতে
টাকার কাছে নত তারা
চোখের ইশারা ভালই বোঝে।
ক্ষমতা যখন বুক পকেটে
কার কি বা করার থাকে, 
বুক ফুলিয়ে রাস্তা চলি
অসহায়কে দেই গালি
এমন এক নেতা আমি
নিজের ভাল আগে বুঝি।

0 মন্তব্যসমূহ